ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের ‘জিরো’র সেটে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
শাহরুখের ‘জিরো’র সেটে আগুন শাহরুখ খান

বলিউড কিং শাহরুখ খানের ‘জিরো’ সিনেমার সেটে অগ্নিকাণ্ড ঘিরে মুম্বই ফিল্ম সিটিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) একটি গানের দৃশ্যের শুটিং ছিল গোরেগাঁওয়ের মুম্বই ফিল্ম সিটিতে। হঠাৎ আগুন লেগে যায় সেটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় শাহরুখ নিজের ভ্যানিটি ভ্যানে ছিলেন। সেটের আশপাশেই ছিলেন আলিয়া ভাটও। তবে শাহরুখ’সহ কলাকুশলীরা সবাই নিরাপদেই রয়েছেন।

এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস কর্মীরা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন।  

আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফও অনুশকা শর্মা অভিনীত আনন্দ এল রাইয়ের ‘জিরো’।  

এরইমধ্যে চলতি মাসেই সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।