ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউড তারকা রাজপাল যাদবের তিন মাসের জেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
বলিউড তারকা রাজপাল যাদবের তিন মাসের জেল রাজপাল যাদব

ঋণের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় তিন মাসের জন্য জেলে যেতে হচ্ছে বলিউডের কমেডি অভিনেতা রাজপাল যাদবকে।

২০১০ সালে সিনেমা নির্মাণ বাবদ রাজপালের কোম্পানি শ্রী নাওরাং গোদাবরী ইন্টারটেইনমেন্টের নেওয়া ৫ কোটি টাকার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ভারতের দিল্লি হাইকোর্ট এই তারকাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।    

আদালত এই অভিনেতাকে আটক করে তিন মাসের জন্য তিহার কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, মুড়লি প্রজেক্টস নামের একটি কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে তা ফেরত দিতে ব্যর্থতা হওয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রাজপালের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমাটি নির্মাণের জন্য এই ঋণ নেন রাজপাল। ২০১২ সালে সিনেমাটি মুক্তি পেয়েছে। কিন্তু এতদিনেও ঋণ শোধ করেননি রাজপাল।

যদিও রাজপালের দাবি এই অর্থ সিনেমাটিতে অভিযোগকারী বিনিয়োগ করেছিলেন। তবে আদালত এ কথা আমলে নেননি। কারণ রাজপালের স্বাক্ষরিত তিনটি ঋণচুক্তির দলিল আদালতে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।