ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেয়ে সুহানার অভিনয়ে মুগ্ধ শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
মেয়ে সুহানার অভিনয়ে মুগ্ধ শাহরুখ মেয়ে সুহানার সঙ্গে শাহরুখ খান

বলিউড অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা বর্তমানে লন্ডনের আর্ডিংলি কলেজে পড়াশোনা করছেন। কলেজের একটি নাটকে জুলিয়েটের ভূমিকায় সম্প্রতি অভিনয় করেছেন শাহরুখ কন্যা।

‘জিরো’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও একদিনের জন্য লন্ডনে মেয়ের অভিনয় দেখতে গিয়েছিলেন বলিউড বাদশা। আর তা দেখার পর মুগ্ধতা প্রকাশ করেছেন কিং খান।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুহানার সঙ্গে ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন,  লন্ডনে আমার জুলিয়েটের সঙ্গে। অসাধারণ অভিজ্ঞতা। টিমের সবারই অসাধারণ পারফরম্যান্স। অভিনন্দন…।

সুহানার বলিউডে অভিনয় নিয়ে এর আগে যতবার শাহরুখের কাছে জানতে চাওয়া হয়েছে, তিনি মেয়ের পড়াশোনার ওপর জোর দিয়েছেন।

বার বার জানিয়েছেন, পড়াশোনা শেষ করার পর অভিনয় নিয়ে ভাববে তার মেয়ে। তবে নাটকে বেশ কয়েক বছর ধরেই অভিনয় করছেন সুহানা।

তবে কি এবার বলিউডে ক্যারিয়ার শুরু করার জন্য তৈরি সুহানা?

হলেই বা বিস্ময়ের কি আছে!

বাবা শাহরুখ খান। তাই মেয়ে সুহানার রক্তে অভিনয় থাকবে, এটাই স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।