ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার সাত পাকে বাঁধা পড়লেন নিক-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
এবার সাত পাকে বাঁধা পড়লেন নিক-প্রিয়াঙ্কা নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া

দীপিকা-রণবীরের মতো নিক-প্রিয়াঙ্কাও বিয়ে করেছেন দুই রীতিতে। গত শনিবার (০১ ডিসেম্বর) ভারতের যোধপুরের বিলাসবহুল উমেদ ভবন প্যালেসে রাজকীয় আয়োজনে খ্রিস্টান রীতেতে গাঁটছড়া বেঁধেছেন তারা।

এবার হিন্দু রীতে বিয়ে করেছেন নিকিয়াঙ্কা। রোববার (২ ডিসেম্বর) একই হোটেলের ভিন্ন একটি স্থানে সাত পাকে বাঁধা পড়েছেন এই তারকা যুগল।

তখন তাদের দুই পরিবার  ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। সঙ্গীত অনুষ্ঠানে নেচে অতিথিদের আনন্দ দিচ্ছেন নিক জোনাসএদিকে বিয়ের আগে বর-কনের হলুদ ও সঙ্গীত অনুষ্ঠান হয়ে জমকালো আয়োজনে। সঙ্গীত অনুষ্ঠানের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে নিককে নেচে-গেয়ে অতিথিদের আনন্দ দিতে দেখা গেছে।

২০১৭ বছর মেট গালা অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের পরিচয় হয়। তখন তাদের একসঙ্গে লালগালিচায় হাঁটা নিয়ে গুঞ্জন তৈরি হয়। এরপর থেকে তাদেরকে এক সঙ্গে নানা জায়গায় দেখা যায়। পরিবার ও অতিথিদের সঙ্গে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়াসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ১৮ আগস্ট মুম্বাইয়ে প্রিয়াঙ্কার বাসায় রোকা (আশীর্বাদ) অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের পূর্ববর্তী আয়োজন শুরু হয়েছিলো। তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে নিকিয়াঙ্কা নিজেদের সম্পর্কের বিষয়টি অফিশিয়ালি জানান।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।