ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিঁথিতে সিঁদুর দিয়ে নিককে নিয়ে প্রকাশ্যে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
সিঁথিতে সিঁদুর দিয়ে নিককে নিয়ে প্রকাশ্যে প্রিয়াঙ্কা যোধপুর বিমানবন্দরে নিক-প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এখন স্বামী-স্ত্রী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ভারতের যোধপুর ছেড়েছেন তারা।

বিয়ের পর প্রথমবার স্বামীকে নিয়ে প্রকাশ্যে দেখা দিলেন প্রিয়াঙ্কা। সোমবার (০৩ ডিসেম্বর) যোধপুর বিমানবন্দরে পরিবারের সদস্যদের নিয়ে দিল্লিতে যাওয়ার সময় ক্যামেরাবন্দি হয়েছেন এই নব দম্পতি।

তখন গায়ে সবুজ শাড়ি জড়িয়ে, সিঁথিতে সিঁদুর, হাতে চুড়ি ও গলায় মঙ্গলসূত্র দিয়ে একেবারে ভারতীয় বধূ বেশে ভক্তরা প্রিয়াঙ্কাকে দেখতে পেয়েছে।

এর আগে গত ২৯ নভেম্বর মুম্বাই থেকে পরিবারকে সঙ্গে নিয়ে যোধপুরে গিয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা। বিয়ের আগে জমকালো আয়োজনে তাদের হলুদ ও সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে।

১ ও ২ ডিসেম্বর উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান ও হিন্দু রীতিতে গাঁটছড়া বেঁধেছেন নিকিয়াঙ্কা। মঙ্গলবার (০৪ ডিসেম্বর) দিল্লিতে নিক-প্রিয়াঙ্কার বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও থাকতে পারেন বলে ধারণা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।