ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইউটিউবে আসছে সুমনের ‘মরে যাবো’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
ইউটিউবে আসছে সুমনের ‘মরে যাবো’ ইউটিউবে আসছে সুমনের মরে যাবো।

সঙ্গীতশিল্পী এফ এ সুমন ‘মরে যাবো’ শিরোনামে নতুন গান নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন। 

‘আমায় ভুইলা বুকেতে তোর/কারে দিলি ঠাঁই রে/ক্যামনে সইবো বুকটা আমার/পুড়ে পুড়ে ছাই রে/তোরে ছাড়া মরে বাঁচার/মানে তো না পাই রে/মরে যাবো মরে যাবো/বাঁচার সুযোগ নাই রে’- এমন কথার গানটির সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ।  

আসছে শুক্রবার (৭ ডিসেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল সলিউশনের ইউটিউব চ্যানেল রসগোল্লা থেকে গানটি প্রকাশ পাবে।

গানটি প্রসঙ্গে এফ এ সুমন বাংলানিউজকে বলেন, প্রত্যেকটা গায়কের নিজস্ব একটা ঘরানা রয়েছে। নিজের ঘরানায় গান করতে প্রতিটা শিল্পীরই ষোলআনা ভালোলাগা থাকে। সেইদিক বিচারে ‘মরে যাবো’ গানটি আমার ঘরানারই হয়েছে।  

কথা, সুর ও সঙ্গীত মিলিয়ে খুব ভালো একটা গান হয়েছে। ভিডিওটাও হয়েছে অসাধারণ। আশা করছি, দর্শক-শ্রোতামহলে গানটি গ্রহণযোগ্যতা পাবে।

গাজীপুর-পূবাইলের মনোরম লোকশনে গানটির শুটিং হয়েছে। এতে মডেল হয়েছেন- সবুজ আশরাফ সুপ্ত এবং রোদেলা মির্জা। ভিডিওটি নির্মাণ করেছেন রিফজয় টিম।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
ওএফবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।