ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রকাশ পেলো প্রিয়াঙ্কা-নিকের বিয়ের ছবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
প্রকাশ পেলো প্রিয়াঙ্কা-নিকের বিয়ের ছবি প্রকাশ্যে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের ছবি।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে মার্কিন সংগীতশিল্পী জোনাস নিকের সঙ্গে বধূ বেশে কতটুকু মানিয়েছে তা দেখার জন্য উন্মুখ ছিলেন ভক্তরা। শেষ পর্যন্ত ভক্ত ও সিনেমাপ্রেমীদের ইচ্ছে পূরণ হলো। অবশেষে প্রকাশ পেয়েছে ওই জুটির বিয়ের ছবি।

নিক প্রিয়াঙ্কার হাতে চুমু দিচ্ছেন।

গত ২ ডিসেম্বর উমেদ প্যালেসে হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন প্রিয়াঙ্কা ও নিক।

বিয়েতে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লাল রঙের লেহেঙ্গা ও গহনা পরেন প্রিয়াঙ্কা। আর নিক পরেছেন সোনালি রঙের শেরওয়ানি ও চুড়িদার। একইসঙ্গে মাথায় পাগড়ি ও গলায় ছিলো লাল রঙের মালা।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বিয়েতে লাল রঙের পোশাকই আমার পছন্দ। কিন্তু সব্য (সব্যসাচী) এর মধ্যে ফ্রেঞ্চ অ্যাম্বডারি, ঘোমটা ও গহনা যুক্ত করে আমাকে সাজিয়েছেন। মধু চোপড়া প্রিয়াঙ্কাকে নিয়ে যাচ্ছেন।  এর আগে গত ২৯ নভেম্বর মুম্বাই থেকে পরিবারকে সঙ্গে নিয়ে যোধপুরে যান নিক-প্রিয়াঙ্কা। বিয়ের আগে জমকালো আয়োজনে তাদের হলুদ ও সংগীতের অনুষ্ঠান হয়েছে।

এরপর ১ ও ২ ডিসেম্বর উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান ও হিন্দু রীতিতে গাঁটছড়া বেঁধেছেন ওই যুগল। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দিল্লিতে নিক-প্রিয়াঙ্কার বিবাহোত্তর সংবর্ধনা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
ওএফবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।