ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিক-প্রিয়াঙ্কার বিবাহোত্তর সংবর্ধনায় নরেন্দ্র মোদী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
নিক-প্রিয়াঙ্কার বিবাহোত্তর সংবর্ধনায় নরেন্দ্র মোদী নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নরেন্দ্র মোদী

ভারতের যোধপুর থেকে সরাসরি দিল্লিতে ছুটে গিয়েছেন প্রিয়াঙ্কা ও নিক। সেখানেই মঙ্গলবার (০৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো নব-দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা।

এতে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন দিল্লির তাজ প্যালেস হোটেলে রাখা জাঁকালো অনুষ্ঠানে রাত ১০টার দিকে নিক-প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানাতে পৌঁছান তিনি৷নিক-প্রিয়াঙ্কার বিবাহত্তোর সংবর্ধনাসেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে নিককে পরিচয় করিয়ে দেন প্রিয়াঙ্কা।

তাদের দু’জনকে গোলাপ উপহার দিয়ে অভিনন্দন জানান মোদী। নিকিয়াঙ্কা ছাড়াও তাদের পরিবারের সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি৷নিক-প্রিয়াঙ্কার সঙ্গে কুশল বিনিময় করছেন নরেন্দ্র মোদীগত ১ ও ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান ও হিন্দু রীতিতে গাঁটছড়া বেঁধেছেন নিকিয়াঙ্কা। সেখান থেকে সোমবার (০৩ ডিসেম্বর) পরিবারের সদস্যদের নিয়ে দিল্লিতে যান নব-দম্পতি।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।