ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসকে উৎসর্গ করে ইমরান-সাফার উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
ভালোবাসা দিবসকে উৎসর্গ করে ইমরান-সাফার উপহার 'আমার কাছে তুমি অন্যরকম'র একটি দৃশ্যে ইমরান-সাফা

এক সপ্তাহ পরই বিশ্ব ভালোবাসা দিবস। আর এই দিনটিকে উৎসর্গ করে নতুন গান উপহার দিলেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। ‘আমার কাছে তুমি অন্যরকম’ শিরোনামের গানটির ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) গানটি প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ইউটিউব চ্যানেলে।

চমকপ্রদ তথ্য হচ্ছে, ঠিক এক বছর আগে এই দিনেই প্রকাশ পেয়েছিল ইমরান ও সাফার মিউজিক ভিডিও ‘এমন একটা তুমি চাই’।

এক বছর পর একই দিনে প্রকাশ পেলো নতুন গান-ভিডিওটি।

আগেরটির মতো এবারের গানটিও লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ এবং ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

গানটি প্রসঙ্গে ইমরান বললেন, আমার আর সিএমভি’র কাজের বিষয়টা বরাবরই একটু আলাদা। মানে আমরা দু’পক্ষ এক হয়ে খুব কম কাজ করেছি। অথচ যে কয়টি কাজ করেছি তার সবগুলোই সফল। আমাদের শেষ কাজ এক বছর আগে- ‘এমন একটা তুমি চাই’। মাঝে এক বছর একটা গানেরই প্ল্যান করেছি, সেটিই হলো- ‘আমার কাছে তুমি অন্যরকম’।

**'আমার কাছে তুমি অন্যরকম'র লিংক
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।