ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

অভিনেতা পাপ্পু পলিয়েস্টার আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
অভিনেতা পাপ্পু পলিয়েস্টার আর নেই পাপ্পু পলিয়েস্টার

না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা পাপ্পু পলিয়েস্টার। তার আসল নাম সাইদ-বদর উল-হাসান খান বাহাদুর। তবে মিডিয়াতে তিনি পাপ্পু পলিয়েস্টার হিসেবে পরিচিত। মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) মুম্বাইতে তার জীবনাবসান ঘটে।

শুধু অভিনয়শিল্পী হিসেবে নয়, ধ্রুপদী নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন পাপ্পু। ‘জোধা আকবর’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘মন’, ‘ফরিস্তে’, ‘তেরে মেরে স্বপ্নে’, ‘হিরো হিন্দুস্তান’র মতো সিনেমায় অভিনয় করেন এই অভিনেতা।

তার দক্ষ অভিনয়ে জনপ্রিয়তা পেয়েছিলো সিনেমাগুলো।

১৯৯০ সালে টেলিভিশন সিরিজ ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’- এ মাইসোরের মহারাজার চরিত্রে অভিনয় করেছিলেন পাপ্পু। এই চরিত্রে অভিনয় করে সেরা সহঅভিনেতা  হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন  তিনি।  

এছাড়া ২০০১ সালে ‘ইত্তেফাক’, ২০০৩ সালে ‘ঢুন্ড: দ্য ফগ’র মতো সিনেমাতে অভিনয় করেছিলেন এই অভিনেতা।

পাপ্পু ছিলেন নবাব ওয়াজেদ আলি শাহের বংশধর। দীর্ঘ ২৫ বছর ধরে ফিল্ম, টেলিভিশন, থিয়েটারে নিরলসভাবে কাজ করেছিলেন তিনি। এমনকি বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেও প্রশংসিত হন পাপ্পু। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনেমহলে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।