ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

পাঁচ বছর পর জুটি বাঁধছেন পরমব্রত-তনুশ্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
পাঁচ বছর পর জুটি বাঁধছেন পরমব্রত-তনুশ্রী পরমব্রত-তনুশ্রী

অরিন্দম’র থ্রিলার সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন পরমব্রত চট্রোপাধ্যায়-তনুশ্রী চক্রবর্তী।

২০১৪ সালে বিরসা দাশগুপ্ত’র পরিচালনায় ‘অভিশপ্ত নাইটি’ সিনেমায় সর্বশেষ কাজ করেছিলো এই জুটি।

তনুশ্রী এর আগে অরিন্দমের সঙ্গে কাজ করলেও পরমব্রত এবারই প্রথম তার সঙ্গে কাজ করতে যাচ্ছেন।

নায়িকা বদলের নাটকীয়তা নিয়ে শিরোনামে এসেছিল অরিন্দমের ‘ফ্ল্যাট নম্বর ৬০৯’। পরের সিনেমায় সেই তনুশ্রীকেই নিয়েছেন অরিন্দম। পরিবর্তন করেছেন নায়কের। মানে, নাম চূড়ান্ত না হওয়া সিনেমাতে তনুশ্রীর নায়ক হিসেবে থাকছেন পরমব্রত। শিগগিরই নতুন এই সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে।

২০১৬ সালে ‘অন্তর্লীন’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক হয় পরিচালক অরিন্দমের। এতে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর, সম্পূর্ণা লাহিড়ী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।