ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মনোজ-ঈশানার প্রেমে টানাপোড়েন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
মনোজ-ঈশানার প্রেমে টানাপোড়েন! ‘গানের স্পর্শে তুমি’ নাটকের একটি দৃশ্যে মনোজ কুমার প্রামাণিক ও মৌনতা খান ঈশানা

মনোজের গান শুনে তার প্রেমে পড়েছেন ঈশানা। দু’জনের প্রেম থাকা স্বত্বেও পরিবারের ইচ্ছায় মনোজ বিয়ে করেন সানজিদাকে। তবে বিয়ের পর ঈশানা এবং সানজিদার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি। শুরু হয় ত্রিভুজ প্রেমের টানাপোড়েন!

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘গানের স্পর্শে তুমি’। নাটকটিতে জুটে বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা মনোজ কুমার প্রামাণিক ও লাক্স তারকা অভিনেত্রী মৌনতা খান ঈশানা।

নিডো খানের প্রযোজনায় ও অরিত্র ক্রিয়েটিভ হোমের ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন আল হারুন। রচনা করেছেন জান্নাত তিথি।

আল হারুন বলেন, নাটকটির শেষ অংশে একটা চমক আছে। মনোজ ও ঈশানাসহ বাকি শিল্পী খুব ভালো অভিনয় করেছেন। আমার বিশ্বাস নাটকটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে।

মনোজ-ঈশানা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন সানজিদা তন্ময়, আঁচল হোসেন, শিখা মৌ প্রমুখ। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বাংলা টিভিতে ‘গানের স্পর্শে তুমি’ নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।