ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

রোহিত শেঠির সিনেমার পরিচালক ফারাহ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
রোহিত শেঠির সিনেমার পরিচালক ফারাহ খান রোহিত শেঠি ও ফারাহ খান

গত বছর ‘সিম্বা’ দিয়ে সবার মন জয়ে করে নিয়েছেন নির্মাতা রোহিত শেঠি। বক্স অফিসে দারুণ ব্যবসা করছে রণবীর-সারা জুটির সিনেমাটি। খুব শিগগিরই এটি প্রবেশ করতে যাচ্ছে ২৫০ কোটির ক্লাবে।

‘সিম্বা’য় অর্থ লগ্নি করেছে রোহিত শেঠির প্রযোজনা প্রতিষ্ঠান রোহিত শেঠি পিকচার্জ। এবার এই একই প্রতিষ্ঠান থেকে নতুন সিনেমা নির্মাণ করা হচ্ছে।

তবে এতে পরিচালক হিসেবে থাকবেন ‘ওম শান্তি ওম’ ও ‘ম্যায় হু না’খ্যাত নির্মাতা ফারাহ খান।

ফারাহ টুইটারে জানান, রোহিতের সঙ্গে যুক্ত হয়ে চারটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এজন্য ফারাহ খুব আনন্দিত ও আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

অ্যাকশন-কমেডি গল্পের প্রজেক্টটি সহ-প্রযোজনা করবে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।

এদিকে বর্তমানে রোহিত শেঠি তার পরিচালিত ‘সুরিয়াবানশি’ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। ‘সিংঘম’ ও ‘সিম্বা’র মতো এটিও নির্মিত হবে পুলিশের গল্প নিয়ে। অভিনয় করবেন অক্ষয় কুমার।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।