ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ত্রিভুজ প্রেমের গল্পে ‘ঝরা পাতার কাব্য’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
ত্রিভুজ প্রেমের গল্পে ‘ঝরা পাতার কাব্য’ বন্যা মির্জার ও ইরফান সাজ্জাদ

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র সন্তান আবিদকে নিয়ে বন্যা মির্জার সংসার। তিনি একটি কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করেন।

এইদিকে অফিসে নতুন আসা ইরফানের আচরণ, দায়িত্বশীলতা বন্যাকে আকৃষ্ট করে। ইরফানও বন্যার প্রতি দুর্বলতা অনুভব করেন।

তার একাকীত্বের সঙ্গী হিসেবে নিজেকে ভাবতে চান ইরফান। কিন্তু বয়সের পার্থক্য এবং সামাজিক প্রতিকূলতার কথা ভেবে বারবার পিছিয়ে আসেন সে।

এ বিষয়টি বিশ্ববিদ্যালয় জীবনের ভালো বন্ধু ফারিনের সঙ্গে শেয়ার করেন ইরফান। কিন্তু ফারিনও যে তাকে ভালোবাসেন, তা কখনই বলতে পারেনি।

এমনই ত্রিভুজ প্রেমের গল্পে এগিয়ে যায় নাটক ‘ঝরা পাতার কাব্য’। রিয়াদ শিমুলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ওয়াহিদ পলাশ।

এতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী বন্যা মির্জা, তাসনিয়া ফারিন ও অভিনেতা ইরফান সাজ্জাদ’সহ অনেকে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘ঝরা পাতার কাব্য’ এনটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।