ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

আসিফের সঙ্গে নাচলেন আফ্রি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
আসিফের সঙ্গে নাচলেন আফ্রি আসিফ আকবর ও সেলিনা আফ্রি

‘হাতটা ধরে কাছে এসে আমায়/বল না ভালোবাসি জানটা’-এটি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী নতুন গানের অন্তরা।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) রাতে গানটির ভিডিও এস এস মিউজিক ক্লাব’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। ভিডিওতে আসিফের সঙ্গে প্রথমবার পারফর্ম করেছেন মডেল ও অভিনেত্রী সেলিনা আফ্রি।

নির্দেশনা দিয়েছেন তরুণ নির্মাতা ওসমান মিরাজ এবং কোরিওগ্রাফি করেছেন রোহান মাহমুদ ও বেলাল।

‘ভালোবাসি জানটা’ শিরোনামের গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। মোহম্মদ মিলনের সুরে সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি।

গানটি প্রসঙ্গে আসিফ বাংলানিউজকে বলেন, গানটি শুনলেই যে কারো নাচতে ইচ্ছে করবে। মিরাজের সঙ্গে এটি আমার প্রথম কাজ। দারুণ একটি কাজ হয়েছে। এর আগে আফ্রি আমার দুইটি গানের মডেল হয়েছিল। কিন্তু এবারই প্রথমবার সে সরাসরি আমার সঙ্গে পারফর্ম করলেন।

পরিচালক ওসমান মিরাজ বলেন, আসিফ ভাইকে নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা ছিল চমৎকার। তিনি যেমন অসম্ভব ভালো গান করেন, তেমনি পারফর্মেন্সও। আশা করছি গান ও ভিডিও দু’টিই দর্শকদের ভালো লাগবে।

**'ভালোবাসি জানটা'র ভিডিও
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।