ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসের নাটক ‘পরাজয় পর্ব’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
ভালোবাসা দিবসের নাটক ‘পরাজয় পর্ব’ `পরাজয় পর্ব' নাটকের একটি দৃশ্য।

চট্টগ্রাম: বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর গল্পে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে নাটক `পরাজয় পর্ব'।

নাটকটি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে রাত ৯টার সংবাদের পর প্রচারিত হবে।

কথা সাহিত্যিক ও নির্মাতা ইশতিয়াক আহমেদের চিত্রনাট্য ও নির্দেশনায় ঢাকা ও নারায়ণগঞ্জের মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে।

এতে তাসনুভা এলভিন, ইভান সাইর, আল নাহিয়ান, নোমান ও তাসমিয়া তামান্নাসহ অনেকে অভিনয় করেছেন।

`পরাজয় পর্ব' নাটকের একটি দৃশ্য।                                          প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী বলেন, ‘নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবন সংগ্রাম, প্রেম ভালবাসা ও অফিসকেন্দ্রিক রাজনীতির চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে। পরিবারের সবাইকে নিয়ে এটি উপভোগ করা যাবে। ’

‘পরাজয় পর্ব’ নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।