ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

পরিচালক ছাড়াই চলছে ‘সুপার থার্টি’র কাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
পরিচালক ছাড়াই চলছে ‘সুপার থার্টি’র কাজ 'সুপার থার্টি'র একটি দৃশ্য

গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনী নিয়ে নির্মিত ‘সুপার থার্টি’তে অভিনয় করছেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলতে সম্পাদনার কাজ।

এদিকে #মিটু ক্যাম্পেইনে সিনেমাটির পরিচালক বিকাশ ভাল অভিযুক্ত হওয়ায়, ‘সুপার থার্টি’র সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা থাকছে না। তাই প্রযোজনা প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্ট অভ্যন্তরীণ জনবল দিয়ে সিনেমাটির বাকি কাজ শেষ করছে।

প্রতিষ্ঠানটির সিইও শীবাষীশ সরকার বলেন, শুটিং শেষ করতে আমরা নতুন করে কোনো পরিচালক নেইনি।   আমাদের স্টুডিওর ক্রিয়েটিভ পার্টনারদের দিয়ে সম্পাদনার কাজ করানো হচ্ছে।

চলতি বছর ২৬ জুলাই ‘সুপার থার্টি’ মুক্তি পাবে। ঋত্বিক ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মুনাল ঠাকুর, সাজিদ নাদিয়াওয়ালা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।