ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা পুরস্কার হাতে দুয়া লিপা-ক্যাসি মাসগ্র্যাভস-লেডি গাগা

বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় সম্মানজনক স্বীকৃতি হল গ্র্যামি অ্যাওয়ার্ড। রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে  লস অ্যাঞ্জেলসের স্ট্যাপল সেন্টারে বিজয়ীদের ৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এবার গ্র্যামি’র আসরে ইতিহাস সৃষ্টি করেছেন অভিনেতা-গায়ক চাইল্ডিশ গ্যাম্বিনো ও তার ‘হিপ হপ’- ‘দিস ইজ আমেরিকা’। এই প্রথম কোনো হিপ হপ-র‍্যাপ গ্র্যামি ও রেকর্ড অফ দ্য ইয়ার’র পুরস্কার পেলো।

৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা:
বছরের সেরা অ্যালবাম: ক্যাসি মাসগ্র্যাভস-গোল্ডেন আওয়ার
রেকর্ড অব দ্য ইয়ার: চাইল্ডিশ গ্যাম্বিনো-দিস ইজ আমেরিকা
সেরা নতুন শিল্পী: ডুয়া লিপা
সেরা র‍্যাপ অ্যালবাম: কার্ডি বি– ইনভেশন অব প্রাইভেসি
সেরা আর/বি অ্যালবাম: এইচ.ই.আর-এইচ.ই.আর
সেরা র‍্যাপ গান: দ্র্যাক-গড’স প্ল্যান
সেরা কান্ট্রি অ্যালবাম: ক্যাসি মাসগ্র্যাভস-গোল্ডেন আওয়ার
বছরের সেরা গান: চাইল্ডিশ গ্যাম্বিনো-দিস ইজ আমেরিকা
সেরা পপ দ্বৈত/দলীয় পারফর্মেন্স: লেডি গাগা এবং ব্র্যাডলি কুপার-শ্যালো
সেরা পপ একক পারফর্মেন্স: লেডি গাগা-জোয়ান
সেরা পপ ভোকাল অ্যালবাম: আরিয়ানা গ্রান্দে-সুইটেনর
সেরা ঐতিহ্যগত পপ ভোকাল অ্যালবাম: উইলি নেলসন-মাই ওয়ে
সেরা অল্টারনেটিভ গানের অ্যালবাম: বেক-কালারস
সেরা ড্যান্স রেকর্ডিং: সিল্ক সিটি ও ডুয়া লিপা ফিচারিং ডিপলো ও মার্ক রনসন-ইলেক্ট্রিসিটি
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: জাস্টিস-ওম্যান ওয়ার্ল্ডওয়াইড
সেরা রক পারফরম্যান্স: ক্রিস কর্নেল- হোয়েন ব্যাড ডাজ গুড
সেরা মেটাল পারফরম্যান্স: হাই অন ফায়ার-ইলেক্ট্রিক মেসাইয়া
সেরা রক অ্যালবাম: গ্রেটা ভ্যান ফ্লিট-ফ্রম দ্য ফায়ারস
সেরা আর অ্যান্ড বি পারফরম্যান্স: এইচ.ই.আর. ফিচারিং ড্যানিয়েল সিজার
সেরা আরবান কনটেম্পরারি অ্যালবাম: দ্য কার্টারস-এভরিথিং ইজ লাভ
সেরা মিউজিক ভিডিও: চাইল্ডিশ গ্যাম্বিনো-দিস ইজ আমেরিকা
সেরা দেশীয় একক পারফর্মেন্স: ক্যাসি মাসগ্র্যাভস-বাটারফ্লাইস
সেরা দেশীয় দ্বৈত/দলীয় পারফর্মেন্স: ডান, শ্যায়, তেকুইলা
সেরা কমেডি গান: ক্যাসি মাসগ্র্যাভস-স্পেস কাউবয়
সেরা আমেরিকারন অ্যালবাম: ব্র্যান্ডি কার্লাইল-বাই দ্য ওয়ে, আই ফরগিভ ইউ
সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম: দ্য ব্র্যান্ড’স ভিজিট
সেরা কমেডি অ্যালবাম: একুয়ানিমিটি অ্যান্ড দ্য বার্ড রেভেলেশন-
ডেভ চ্যাপেলে
বছরের সেরা প্রডিউসার: ফ্যারেল উইলিয়ামস

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।