ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মোশাররফ করিমের ‘সুপারহিট বাবুল মিডিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
মোশাররফ করিমের ‘সুপারহিট বাবুল মিডিয়া’ মোশাররফ করিম

মফস্বলে ডিশ সংযোগের ব্যবসা করেন বাবুল মিয়া। সে সূত্র ধরে ‘বাবুল টিভি’ নামে এলাকায় একটি লোকাল চ্যানেলও চালান তিনি। চ্যানেলটিতে বাংলা, হিন্দি সিনেমা চালানোর পাশাপাশি স্থানীয় লোক কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নির্মাণ করেন তিনি। প্রতিষ্ঠানের নাম দেন সুপারহিট বাবুল মিডিয়া।

এমনই একটি গল্পের নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘সুপারহিট বাবুল মিডিয়া’ নামের নাটকটিতে তাকে বাবুল মিয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

শাহজানা সৌরভের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। মোশাররফ করিম ছাড়াও নাটকটিকে আরও অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন, আব্দুল্লাহ রানা প্রমুখ।

পহেলা ফাল্গুন উপলক্ষে বুধবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাভিশন টিভিতে রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।