ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে সুমনা মুখার্জির ‘রাত নিঝুম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
ভালোবাসা দিবসে সুমনা মুখার্জির ‘রাত নিঝুম’ সুমনা মুখার্জি

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ‘রাত নিঝুম’ শিরোনামে গান নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন পশ্চিমবঙ্গের সঙ্গীতশিল্পী সুমনা মুখার্জি। 

লন্ডনে বাংলাদেশী প্রযোজনা প্রতিষ্ঠান টেলেন্ট অ্যাণ্ড ক্রিয়েটিভিটি প্রোডাকশন’ থেকে লিরিক্যাল ভিডিওতে গানটি প্রকাশ পাচ্ছে। দ্বৈতকণ্ঠের গানটিতে সুমনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুমন শরীফ।

 

সম্প্রতি সঙ্গীত পরিচালক কাজী তিতাসের সুরে ও মীর মাসুমের সঙ্গীতায়োজনে ‘রাত নিঝুম’ গানটির রেকর্ডিং হয়। এর কথা লিখেছেন সঞ্জয় মুখার্জি।  

এ প্রসঙ্গে সুমনা বলেন, কথা-সুর ও সঙ্গীত মিলিয়ে গানটি বেশ ভালো হয়েছে। গানটি ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।

গানটি প্রসঙ্গে সঙ্গীত পরিচালক কাজী তিতাস বলেন, একটা রোমান্টিক গান করার ইচ্ছে থেকেই এই গানটি করা। আর সুমনার সাথে এটা প্রথম কাজ। দুজনকে নিয়ে চিন্তা করেই দ্বৈত গানট তৈরি করলাম। গানটি নিয়ে আমি বেশ আশাবাদি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।