ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শুভ’র কণ্ঠে ‘নাম্বার ওয়ান প্রেমিক’ বন্দনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
শুভ’র কণ্ঠে ‘নাম্বার ওয়ান প্রেমিক’ বন্দনা আসিফ ইমরোজ-শিমু ও কাজী শুভ

ভালোবাসা দিবস উপলক্ষ্যে সঙ্গীতশিল্পী কাজী শুভ’র কণ্ঠে ‘নাম্বার ওয়ান প্রেমিক’ শিরোনামের গান প্রকাশ পেতে যাচ্ছে। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।

প্রিয় চট্টোপাধ্যয়ের কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন। এর ভিডিওতে কাজী শুভর সঙ্গে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও শিমু।

ফারুকের কোরিওগ্রাফিতে ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ।  

এ প্রসঙ্গে কাজী শুভ বলেন,  এবারের ভালোবাসা দিবসে আমার অনেকগুলো কাজের মধ্যে এটি অন্যতম। এটি একট দ্রুত লয়ের গান। আশা করছি গানটি ভালোবাসা দিবসে শ্রোতাদের মনে বাড়তি আনন্দ যোগ করবে।  

বুধবার (১৩ ফেব্রুয়ারি) ম্যাক্স ব্যাগ এন্টারটেইমেন্ট’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে শুভ’র কণ্ঠের ‘নাম্বার ওয়ান প্রেমিক’ গানটি।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।