ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে ‘ফ্রেমে বন্দী ভালোবাসা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ভালোবাসা দিবসে ‘ফ্রেমে বন্দী ভালোবাসা’ ফারহান আহমেদ জোভান ও মেহেজাবিন চৌধুরী

রং নাম্বারের মাধ্যমে শুভ ও তিথির পরিচয় হয়। শুভ ঢাকা থাকলেও তিথি থাকেন খুলনায়। একবার তিথির বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানের জন্য শুভ খুলনায় যায়। বিয়ে বাড়ির নানা আয়োজন, গায়ে হলুদের নানা রকম প্রস্তুতিতে অংশ নেন তিনি।

এমনই গল্প ও বিয়ে বাড়ির নানা আয়োজন নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফ্রেমে বন্দী ভালোবাসা’। পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী।

এতে শুভ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহেজাবিন চৌধুরী।

নাটকটি প্রসঙ্গে প্রবীর রায় চৌধুরী বলেন, ‘বেষ্ট ফ্রেন্ড’ ও ‘লাভ ভার্সেস ক্রাশ’র পর এটি আমার নতুন নাটক। পারিবারিক এবং রোমান্টিক গল্প নিয়ে নাটকটি নির্মিত। আশা করছি গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখবে।

গুড কোম্পানীর ব্যানারে নির্মিত ও ‘মোজো’ নিবেদিত ‘ফ্রেমে বন্দী ভালোবাসা’র তিনটি গানের সুর করেছেন পিরান খান, অভ্রদিপ্ত ও আলভির। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আবির, ইপু, অদিতি ও অন্তরা।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাভিশন টিভিতে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।