ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

তাহসানের সঙ্গে টিনার ‘শেষ দিন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
তাহসানের সঙ্গে টিনার ‘শেষ দিন’ তাহসান ও টিনা

ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রকাশ পেলো সঙ্গীতশিল্পী তাহসান খানের ‘শেষ দিন’ গানের ভিডিও। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী টিনা।

‘মনে করো, কাল বলে কিছু নেই/আজই সেই শেষ দিন/যা বলার আছে বলে দাও/জানোই তো মন খুলে সব বলা কত কঠিন/মনে করো, আজই শেষ দিন’-এমন কথার গানটি লিখেছেন জুলফিকার রাসেল। যৌথভাবে সুর করেছেন তাহসান ও সাজিদ সরকার।

সঙ্গীতায়োজন সাজিদ সরকারের।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে ‘শেষ দিন’ প্রকাশ পেয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন রাজচিন্ময়ী। এতে মডেল হয়েছেন আকাশ ও নীলাঞ্জনা।

গানটি প্রসঙ্গে তাহসান বলেন, কথাগুলো অসাধারণ। এটাই এ গানের মূল শক্তি। মিউজিকের আয়োজনে সাজিদ বরাবরই ভালো। আমার সঙ্গে টিনাও গেয়েছেন দারুণ। আশা করছি সবার ভালো লাগবে।

**‘শেষ দিন’র ভিডিও
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।