ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে বারো চ্যানেলে সাবিলা-তানভীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ভালোবাসা দিবসে বারো চ্যানেলে সাবিলা-তানভীর নাটক সংশ্লিষ্টদের সঙ্গে সাবিলা-তানভীর

ছোটপর্দায় পরিচিত মুখ সাবিলা নূর-গোলাম কিবরিয়া তানভীর। ভালোবাসা দিবসে যতগুলো নাটক থাকে, তার মধ্যে বিশেষ আকর্ষন থাকে ক্লোজআপ সিরিজের নাটকে। যেখানে এবার একসঙ্গে কাজ করলেন সাবিলা-তানভীর।

প্রতি বছর কাছের আসার গল্পে নির্মিত হলেও এবার অসমাপ্ত গল্পে নির্মিত হচ্ছে নাটক 'ছন্দ ছাড়া গান'। সামিউর রশিদের পাঠানো গল্পে সাকিব ফাহাদ নির্মাণ করেছেন নাটকটি।

 

এ নাটকের গল্প প্রসঙ্গে তানভীর বলেন, একটি দুর্ঘটনায় মধ্যে সাবিলার সঙ্গে আমার দেখা হয়। আমি, প্রীতম ও সাবিলা নূর তিনজনই গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। বিশেষ করে এ নাটকে আমার চরিত্রটি গল্পের মেরুদণ্ড বহন করে। একেবারে ধরে ধরে নাটকটির শুটিং হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, নাটকটিও দর্শক দেখবেন।  

নির্মাতা সাকিব ফাহাদ জানান, তিনিও 'ছন্দ ছাড়া গান' দিয়ে প্রথমবার নাটক বানালেন। সে জন্য তার যত্নের কমতি ছিল না।  

বৃহস্পতিবা(১৪ ফেব্রুয়ারি ) রাত ৮ টা ৩০ মিনিটে একযোগে দেশের ১২টি প্রাইম টিভি চ্যানেলে 'ছন্দ ছাড়া গান' নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।