ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

নুসরাত কৃতি’র প্রথম মৌলিক গান ‘কল্পনার রঙ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
নুসরাত কৃতি’র প্রথম মৌলিক গান ‘কল্পনার রঙ’ নুসরাত কৃতি

সঙ্গীত ক্যারিয়ারের প্রথম মৌলিক গান ‘কল্পনার রঙ’ নিয়ে দর্শক-শ্রোতামহলে এলেন নুসরাত কৃতি।

কাছে আসো না/ভালোবাসো না/তুমি আমারই কেন বোঝ না’- এমন কথার গানটির কথা-সুর করেছেন নির্ঝর চৌধুরী। সঙ্গীতায়োজন করেছেন মার্সেল।

 

কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেলও হয়েছেন নুসরাত কৃতি। তার সঙ্গে ছিলেন আরেক মডেল রিয়াসাত শুভ। গানটি রোববার (১০ ফেব্রুয়ারি) সিএমভি’র ব্যানারে প্রকাশিত হয়।  

এ প্রসঙ্গে নুসরাত কৃতি বলেন, গানটি সময় নিয়ে করেছি। আর আমি সময় নিয়ে কাজ করতেই পছন্দ করি। শ্রোতারা ভুলে যাবে এমন গানে নিজেকে ব্যস্ত রাখতে চাই না। আমি আমার গানের মাধ্যমে সবার হৃদয়ে জায়গা করে নিতে চাই।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।