ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

‘ধাড়াক’র পর বানসালির সিনেমায় ইশান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
‘ধাড়াক’র পর বানসালির সিনেমায় ইশান! ইশান খাত্তার

মাত্র দুইটি সিনেমা দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলিউড অভিনেতা ইশান খাত্তার। মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমার মধ্য দিয়ে নায়ক হিসেবে তার বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর ২০১৮ সালে শশাঙ্ক খাইতান পরিচালিত ‘ধাড়াক’-এ অভিনয় করে নন্দিত হন তিনি। এই সিনেমার মধ্য দিয়ে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের অভিষেক ঘটে।

এদিকে সম্প্রতি গুঞ্জন উঠেছে, ইশান বলিউডের খ্যাতিমান পরিচালক সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছে।

সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ‘ধাড়াক’ সিনেমায় ইশানের অভিনয় দেখে সঞ্জয় স্যার মুগ্ধ হয়েছেন।

তাই তিনি নতুন প্রজেক্টে অভিনয়ের জন্য ইশানকে প্রস্তাব দিয়েছেন। যদিও বিষয়টি এখন প্রক্রিয়াধীন। সিনেমাটি এখনো প্রাথমিক পর্যায় রয়েছে এবং ইশানও চুক্তিবদ্ধ হননি।

বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।

 সঞ্জয়লীলা বানসালি সর্বশেষ ইশানের ভাই শহীদ কাপুরের সঙ্গে ‘পদ্মাবত’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটিতে শহীদ রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।