ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

নাদিয়া-সাজিবকে নিয়ে ভিকির ‘রেইন লাভ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
নাদিয়া-সাজিবকে নিয়ে ভিকির ‘রেইন লাভ’ সালহা খানম নাদিয়া ও সাজিব জামান।

তরুণ নির্মাতা ভিকি জাহেদের নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেইন লাভ’। এতে অভিনেত্রী সালহা খানম নাদিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত সাজিব জামান।

স্বল্পদৈর্ঘ্যটি প্রসঙ্গে ভিকি বলেন, মাঘের শীতে বৃষ্টির গল্প নিয়ে ‘রেইন লাভ’ নির্মিত হয়েছে। আর এই অদ্ভুত-অসময়ের বৃষ্টি দু’টি ছেলে-মেয়ের সাধারণ জীবনে অসাধারণ কিছু মুহূর্তের সৃষ্টি করে।

যে মুহূর্তগুলো ওদের জীবন পাল্টে দেয় চিরদিনের মতো।

‘গল্পের প্রয়োজনেই নতুন মুখ খুঁজছিলাম। হঠাৎ সাজিবকে প্রথম দেখি একটি কোম্পানির বিলবোর্ডে। দেখে মনে হলো ওই হতে পারে আমার গল্পের নায়ক। আমার ধারণা স্বল্পদৈর্ঘ্যটিতে নাদিয়া ও সাজিব জুটিকে দর্শক বেশ পছন্দ করবেন’, যোগ করেন তিনি।

নাদিয়া বলেন, ভিকি ভাইয়ার সাথে এটা আমার পঞ্চম শর্টফিল্ম। এর আগে আমাদের ‘মায়া’, ‘দূরবীন’ ও ‘আজ আমার পালা’ দর্শক অনেক পছন্দ করেছিল। এর গল্পও অনেক সুন্দর। গল্পের ক্লাইম্যাক্স দর্শকে ভাবাবে।  

নির্মাতা জানান, খুব শিগগিরই মিউজিক লেবেল সিএমভি’র ইউটিউব চ্যানেলে ‘রেইন লাভ’ মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।