ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কিশোর পলাশের ‘ঘরের বাত্তি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
কিশোর পলাশের ‘ঘরের বাত্তি’ কিশোর পলাশ

নতুন গান নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন ‘ভাঙা তরী’খ্যাত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কিশোর পলাশ। 

তার কণ্ঠের নতুন গানের শিরোনাম ‘ঘরের বাত্তি’। গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ।

অভি আকাশের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

আমার নাইরে বাড়ী নাইরে ঘর/নাইরে ঘরের ছাদ/ আসমান আমার ঘরের ছাউনি/ঘরের বাত্তি চাঁদ’-এমনি হৃদয়গ্রাহী কাব্যকথায় গড়ে উঠা এ গানটি মিউজিক ভিডিওতে প্রকাশ পাচ্ছে বৃহস্পতিবার ( ১৪ মার্চ)।

দৃষ্টিমুগ্ধ মিউজিক ভিডিওর এ গানটি প্রকাশ পাবে জি সিরিজ’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। ভিডিওটি নির্মাণ করেছেন বিকাশ সাহা। এতে মডেল হয়েছেন অভিনেতা এলেন শুভ্র, ফারজানা রিক্তা এবং মোরসালিন আলিফ জিয়ন।

সুনামগঞ্জের টেকেরঘাট, নীলাদ্রির বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে বলে জানিয়েছেন শিল্পী।

এ প্রসঙ্গে কিশোর পলাশ বলেন, গানের কথাগুলো দারুণ। ভাবগভীরতায় একাত্ম হয়ে চমৎকার সুর করেছেন অভি আকাশ। পাশাপাশি মুসফিক লিটুর চমৎকার সঙ্গীতায়োজনে গানটি ভিন্ন এক মুগ্ধতা তৈরি করেছে। আমিও চেষ্টা করেছি, সর্বোচ্চটা দিয়ে গাইতে। আশা করছি, গানটি সবার মধ্যে ভিন্ন এক ভালোলাগা তৈরি করবে।

‘ঘরের বাত্তি’ গানের পোস্টার

পলাশ আরো বলেন, অনেক সময় ব্যয় করে যত্ন নিয়ে গানটি করেছি। গানের মর্ম-ভাবকে রূপকল্পে নিয়ে নান্দনিক মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বিকাশ সাহা। এতে এলেন শুভ্র, ফারজানা রিক্তা এবং জিয়নের প্রাণবন্ত রসায়ন সবার মনে মুগ্ধতা তৈরি করবে বলে আমার বিশ্বাস।

গানটি প্রকাশের পর জি সিরিজের পাশাপাশি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।