ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মিষ্টির পঞ্চম সিনেমা আসছে ৫ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
মিষ্টির পঞ্চম সিনেমা আসছে ৫ এপ্রিল মিষ্টি জানান্ত ও সূর্য

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘তুই আমার রানি’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনয় করেছেন কলকাতার চিত্রনায়ক সূর্যের বিপরীতে।

‘তুই আমার রানি’ মিষ্টি অভিনীত পঞ্চম সিনেমা, এটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছর ৫ এপ্রিল।

সিনেমাটি প্রসঙ্গে মিষ্টি জান্নাত বাংলানিউজকে বলেন, আগেই ‘তুই আমার রানি’ মুক্তি পাওয়ার কথা ছিল।

কিন্তু সিনেমার গান বাকি থাকা অবস্থায় আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। সব গুছিয়ে আনতে প্রায় দেড় বছর সময় লেগে গেলো।

‘সিনেমাটি একেবারে যৌথ প্রযোজনার নীতিমালা সঠিকভাবে মেনেই নির্মিত হয়েছে। আমরা এখন প্রচারণা শুরু করেছি। রোববার (১৭ মার্চ) একটি গান প্রকাশ করা হবে। এরই মধ্যে গানের ফার্স্টলুক প্রকাশ পেয়েছে। এছাড়া কয়েকদিনের মধ্যে আসছে ট্রেলার। দর্শকরা প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন এটাই প্রত্যাশা’, যোগ করেন ‘চিনিবিবি’খ্যাত এই অভিনেত্রী।

যৌথভাবে ‘তুই আমার রানি’ পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। প্রযোজনা করেছে বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও কলকাতার প্রিন্স এন্টারটেইনমেন্ট।

মিষ্টি-সূর্য ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আবু হেনা রনি, সজল, রেবেকা রউফ, ভারতের রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দোলন, কাঞ্চন। সিনেমাটির কাহিনী লিখেছেন পীযূষ সাহা নিজেই।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।