ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন তামিল অভিনেতা বিশাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন তামিল অভিনেতা বিশাল বিশাল কৃষ্ণ ও আনিশা আলা

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতে প্রেমিকা তেলেগু অভিনেত্রী আনিশা আলার সঙ্গে বাগদান সারলেন তামিল অভিনেতা-প্রযোজক বিশাল কৃষ্ণ। শনিবার (১৬ মার্চ) ভারতের হায়দরাবাদে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা একে ওপরকে আংটি পরিয়ে দেন।

চলতি বছর জানুয়ারিতে বিশাল ও আনিশার সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। তারা নিজেরা প্রেম করার বিষয়টি টুইট করে সবাইকে জানান।

২০১৯ সালেই এই প্রেমিক যুগল বিয়ে করছেন বলেও ঘোষণা দেন। তবে বিয়ের তারিখ এখনো জানান নি কেউই। বিশাল-আনিশার বাগদান অনুষ্ঠানবিশাল সর্বশেষ ‘সান্ডাকোজি টু’ সিনেমায় অভিনয় করেছেন। এদিকে তিনি কিছুদিন আগে তামিলনাড়ু ফিল্ম প্রোডিউসারস কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সাউথ ইন্ডিয়ান আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ৪১ বছর বয়সী এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।