ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘শাহেনশাহ’র নতুন পোস্টারে শাকিবের চমক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
‘শাহেনশাহ’র নতুন পোস্টারে শাকিবের চমক ‘শাহেনশাহ’র পোস্টারে শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘শাহেনশাহ’। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

শনিবার (১৬ মার্চ) সিনেমাটির একটি পোস্টার প্রকাশ পেয়েছে অনলাইনে। শাকিবের মুখের এক পাশ ব্যবহার করে তৈরিকৃত পোস্টারটি শাকিব ভক্তদের চমকে দিয়েছে।

সাজ্জাদুল ইসলাম সায়েমের বানানো পোস্টারটি শেয়ার করে ভক্তরা প্রশংসা করছেন।

এ প্রসঙ্গে শামীম আহমেদ রনি বাংলানিউজকে বলেন, প্রত্যেক নির্মাতারই পোস্টার তৈরির ক্ষেত্রে নিজস্ব কিছু আইডিয়া থাকে। আমরা চেষ্টা করছি দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য। এখন পর্যন্ত দু’টি পোস্টার প্রকাশ পেয়েছে, সামনে ৬-৭ পোস্টার প্রকাশ করা হবে।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটিতে শাকিব-ফারিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল, রোদেলা, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।

এদিকে আগামী ২২ মার্চ ‘শাহেনশাহ’ মুক্তি পাওয়ার কথা থাকলেও এর মুক্তির তারিখ পেছানো হয়েছে। নির্মাতা সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ অথবা ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।