ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবার মিউজিক ভিডিওতে চিত্রনায়িকা আঁচল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
প্রথমবার মিউজিক ভিডিওতে চিত্রনায়িকা আঁচল আঁচল

সঙ্গীতশিল্পী শওকত আলী ইমনের সুর-সঙ্গীতায়োজনে ‘চন্দ্র তারা’ নামের মিউজিক ভিডিওতে প্রথমবার মডেল হলেন চিত্রনায়িকা আঁচল।

সোমবার (১৮ মার্চ) শওকত আলী ইমনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে রোজিনা খানের কণ্ঠের এই গানটি। ভিডিওতে আঁচলের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাঞ্জু জন।

তাদের সঙ্গে ছিল একঝাঁক নৃত্যশিল্পীও। গানের কথা লিখেছেন এ মিজান।

এ প্রসঙ্গে আঁচল বলেন, ভালো লাগছে কাজটি করে। এ ধরনের গান, সময়ের দাবি। এখন দর্শক-শ্রোতারা ভালোভাবে নিলেই হয়। তবে মিউজিক ভিডিওতে নিয়মিত হবো কি না, এ সিদ্ধান্ত নেবো আরও পরে।

গান ‘চন্দ্র তারা’র ভিডিও নির্মাণ করেছেন হাবিব রহমান।

ভিডিও:

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।