ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সালমান খানের নায়িকা হচ্ছেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
সালমান খানের নায়িকা হচ্ছেন আলিয়া ভাট সালমান খান ও আলিয়া ভাট

দীর্ঘদিন পর বলিউডের নন্দিত নির্মাতা সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন সুপারস্টার সালমান খান। সিনেমাটিতে ‘ভাইজান’র বিপরীতে দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকে।

কয়েক সপ্তাহ ধরে বলিউড পাড়ায় এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো। এবার গুঞ্জনটিই সত্যি বলে ঘোষণা দিলেন সালমান নিজেই।

সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় ‘ইনশাল্লাহ’ সিনেমায় আলিয়া ভাট তার নায়িকা হতে যাচ্ছেন।

এবারই প্রথম ২৬ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে ৫৩ বছর বয়সী এই তারকাকে পর্দায় রোমান্স করতে দেখা যাবে।

সালমান খান টুইটারে লেখেন, ‘এটি প্রায় ২০ বছর পর, কিন্তু সঞ্জয় ও আমি ‘ইনশাল্লাহ’ সিনেমায় মিলত হচ্ছি এটি আনন্দের বিষয়। আলিয়ার সঙ্গে আমার এই সিনেমাটি আশা করছি খুব ভালো হবে। ’

সালমান ও আলিয়াকে এর আগে কখনই এক সঙ্গে কাজ করতে দেখা যায়নি। আর তাই সিনেমাটি নিয়ে ভক্তদের একটু বাড়তি আগ্রহ রয়েছে।  

আলিয়াকে সর্বশেষ ‘গালি বয়’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে। এদিকে গত বছর ‘রেস থ্রি’ নিয়ে সালমান পর্দায় হাজির হয়েছিলেন। কিন্তু সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।