ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কাশ্মীরের দৃশ্যায়নে ইমরানের ‘তোর নামের ইচ্ছেরা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
কাশ্মীরের দৃশ্যায়নে ইমরানের ‘তোর নামের ইচ্ছেরা’ ইমরান

এবার প্রকাশ পেতে যাচ্ছে ইমরানের নতুন গানভিডিও ‘তোর নামের ইচ্ছেরা’। এর শুটিং হয়েছে জম্মু-কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলে। 

গানটিতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন ভারতের তেলেগু ও টালিউডের নায়িকা দর্শনা বণিক। ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু।

গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীতায়াজনে ইমরান নিজেই।

এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘তোর নামের ইচ্ছেরা’র শুটিং হয়েছে কাশ্মীরের লাদাখের অনেক ভেতরে, প্রত্যন্ত অঞ্চলে। ভিডিও দেখলেই শ্রোতারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভিডিওর জন্য আমাদের অনেক কষ্টও করতে হয়েছে। কখনো কখনো সেখানকার বাতাসে অক্সিজেন কমে যায়। তখন শ্বাস নিতে সমস্যা হয়। এই অবস্থার মধ্য দিয়ে কাজটি করতে হয়েছে। তারপরও আনন্দিত যে, শেষ পর্যন্ত কাজটি করতে পেরেছি। আশা করি কাজটি দর্শক-শ্রোতারা পছন্দ করবেন।

এ প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ইমরানের কণ্ঠের আমার লেখা বেশ কয়েকটি গান শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন। এই গানটিও বেশ ভালো হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতাদেরও গানভিডিওটি ভালো লাগবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘তোমার নামে ইচ্ছেরা’ প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।