ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

গানচিত্রে কর্ণিয়ার ‘উড়ু উড়ু মন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
গানচিত্রে কর্ণিয়ার ‘উড়ু উড়ু মন’ কর্ণিয়া

কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার কণ্ঠের নতুন গান ‘উড়ু উড়ু মন’ গানচিত্রে প্রকাশে পেয়েছে। নির্মাতা নাসিম সাহনিকের পরিচালনায় কর্ণিয়ার কণ্ঠের এই গান ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা মৌমিতা মৌ ও এরফান।

গানের কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর-সঙ্গীতায়োজনে রেজওয়ান শেখ।

গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব। পোশাক ও শিল্প নির্দেশনায় ছিলেন নিঝু মনি। গাজীপুরের প্রশান্তি ইকো রিসোর্টের মনোরম পরিবেশে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

এই গান প্রসঙ্গে কর্ণিয়া বলেন,  গানটি বেশ ভালো। ভিডিও হয়েছে সময়োপযোগী। সব মিলিয়ে কাজটি ভালোই দাঁড় হয়েছে। এখন দর্শক-শ্রোতারা ভালোভাবে নিলেই হয়।

এ প্রসঙ্গে নাসিম সাহনিক বলেন, ব্যক্তিগতভাবে কর্ণিয়ার কণ্ঠের এই গানটি আমার ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি, সময়োপযোগী একটি ভিডিও বানাতে। আর এই সময়ে শ্রোতামহলে কর্ণিয়ার ভালো একটা গ্রহণযোগ্যতা রয়েছে। আশা করি, এই গানটিও দর্শক-শ্রোতাদের আকৃষ্ট করবে।

কর্ণিয়া কণ্ঠের ‘উড়ু উড়ু মন’ গান ভিডিওটি বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় সিডি ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।

ভিডিও:

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।