ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

লোকসভা নির্বাচনে লড়ছেন না সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
লোকসভা নির্বাচনে লড়ছেন না সালমান সালমান খান

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এবার লোকসভা নির্বাচনে লড়ছেন সালমান খান। পর্দার পাশাপাশি রাজনীতিতেও সবর হচ্ছেন এ অভিনেতা- এমন খবর বয়ে বেড়াচ্ছিলো বলিউড পাড়ায়।

এরইমধ্যে এই গুঞ্জন সালমানের কানে পৌছেছে। এর প্রতিক্রিয়ায় এবার মুখ খুললেন তিনি।

টুইটারে লিখেছেন, গুজব উড়ছে, আমি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। এটা ভুল বার্তা। আমি নির্বাচনে লড়ছি না। কোনো দলের হয়ে প্রচারণায় অংশও নিচ্ছি না।

এদিকে সম্প্রতি সঞ্জয়লীলা বানসালী নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন। ‘ইনশাল্লাহ্’ নামের এই সিনেমার জন্য ঘোষণা করেছেন সালমানের নাম। খুব শিগগিরই এর শুটিং শুরু হতে যাচ্ছে।

এছাড়া ২৯ মার্চ মুক্তি পাচ্ছে সালমানের প্রযোজনার নতুন সিনেমা ‘নোটবুক’। ছবিতে অভিনয় করেছেন প্রনূতন বহেল ও জহির ইকবাল। বর্তমানে সালমান খান তার এ সিনেমাটির প্রচারণার ব্যস্ত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।