ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

২৬ মার্চ ‘প্রজন্মে স্বাধীনতা’, অতিথি মুহম্মদ জাফর ইকবাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
২৬ মার্চ ‘প্রজন্মে স্বাধীনতা’, অতিথি মুহম্মদ জাফর ইকবাল

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নির্মিত হয়েছে টেলিভিশন অনুষ্ঠান ‘প্রজন্মে স্বাধীনতা’।

এতে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা ভাবনা প্রভৃতি বিষয়ে নতুন প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতা এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল।

বিভিন্ন স্কুল-কলেজের আট শিক্ষার্থীর অংশগ্রহণে এই অনুষ্ঠানের উপস্থাপনায় থাকছেন মীম নোশিন নওয়াল খান।

সিফাত তন্ময়ের প্রযোজনায় এ অনুষ্ঠান একুশে টেলিভিশনে প্রচারিত হবে ২৬ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

এ বিষয়ে সিফাত তন্ময় বলেন, ড. মুহম্মদ জাফর ইকবাল মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনাএবং স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে। পাশাপাশি নতুন প্রজন্মের উদ্দেশে নানা দিক-নিদের্শনা দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বরেণ্য এ শিক্ষাবিদকে দেশ, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তিনি তার উত্তর দেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।