ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘মানচিত্র’ নিয়ে এলো ঘুড্ডি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
‘মানচিত্র’ নিয়ে এলো ঘুড্ডি ঘুড্ডি ব্যান্ডের সদস্যরা

২০০৭ সালে ব্যান্ড ঘুড্ডির যাত্রা শুরু হয়। তাদের প্রথম অ্যালবাম ‘নাটাই’ প্রকাশ পায় ২০১১ সালে। প্রায় আট বছর পর দলটি প্রকাশ করলো দ্বিতীয় অ্যালবাম ‘মানচিত্র’।

মহান স্বাধীনতা দিবসে উপলক্ষে ছয়টি দেশের গান নিয়ে ঘুড্ডির নতুন অ্যালবাম প্রকাশ পেয়েছে ডিজিটাল মাধ্যমে। ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে গানগুলো শোনা যাচ্ছে।

‘মানচিত্র’ প্রকাশ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) রাতে রাজধানীর একটি রেস্তোরায় প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার।

অ্যালবামের গানগুলো হলো-‘শহর কথন’, ‘বীরশ্রেষ্ঠ’, ‘বর্ণ’, ‘মানচিত্র’, ‘তুমি’ এবং ‘সরণী ৭১’। গানগুলো লিখেছেন নীল মাহবুব। এছাড়াও অ্যালবামে একাত্তরের চিঠি থেকে পাঠ রয়েছে।

ঘুড্ডি ব্যান্ডদলের সদস্যরা হলেন-সুমন(গিটার), অদিত(কীবোর্ড), ফায়সাল(ভোকাল), অনিক(ড্রামস), মামুন(গিটার), জয়(গিটার) এবং আসিফ(আবৃত্তি)।

**'মানচিত্র' অ্যালবাম

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।