ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকায় এলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
ঢাকায় এলেন সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত

আগামী ৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯। এই টুর্নামেন্টের লোগো উন্মোচনের জন্য বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এলেন ‘মুন্না ভাই’খ্যাত বলিউড তারকা সঞ্জয় দত্ত। 

বাংলাদেশ গলফ ফেডারেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত লোগো উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেছেন সঞ্জয়। টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে আগামী ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায়।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান’র সঙ্গে সঞ্জয় দত্ত 

 জানা গেছে, এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন ২২ দেশের সেরা গলফাররা । ঢাকা সেনানিবাসে এটিই হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র নামে প্রথম আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট।

শিশু শিল্পীদের নাচ পরিবেশনা

এর আগে ২০১০ সালে সবশেষ ঢাকায় এসেছিলেন সঞ্জয় দত্ত। এরপর দীর্ঘ ৯ বছর পর বৃহস্পতিবার (২৮ মার্চ) ফের ঢাকায় এলেন তিনি।

সঞ্জয় দত্ত

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।