ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মাহনাজ করিমের রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘আমার এ পথ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
মাহনাজ করিমের রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘আমার এ পথ’ উপস্থিতির সঙ্গে কণ্ঠশিল্পী মাহনাজ করিম

কণ্ঠশিল্পী মাহনাজ করিম ‘আমার এ পথ’ শিরোনামে প্রকাশ করলেন নিজের দ্বিতীয় একক রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ।

অ্যালবামটিতে রবীন্দ্রনাথের জনপ্রিয় ১১টি গান রয়েছে। এর গানগুলো হচ্ছে- ‘দেখো দেখো’, ‘দিনগুলি মোর’, ‘কেনো সারাদিন’, ‘এসো নীপবনে’, ‘কার মিলন চাও’,  ‘আমার এ পথ’,  ‘ওলো সই’, ‘আজ যেমন করে’, ‘পথহারা তুমি’,  ‘আজি আঁখি’ ও  ‘আজি শ্রাবণ ঘন’।

এর সবগুলো গানের সঙ্গীতায়োজন করেছেন রাহুল চ্যাটার্জী (কোলকাতা)।  

শুক্রবার ( ২৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে লেজার ভিশন এর ব্যানারে অ্যালবামের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

কণ্ঠশিল্পী মাহনাজ করিমআরও উপস্থিত ছিলেন প্রবীণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহজাহান হাফিজ, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম এবং সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।  

অনুষ্ঠানের শেষ পর্বে মাহনাজ করিম স্বকন্ঠে অ্যালবামের কয়েকটি গান গেয়ে উপস্থিত দর্শকদের মনোমুগ্ধ পরিবেশনা উপহার দেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।