ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

অক্ষয়ের নতুন সিনেমায় ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
অক্ষয়ের নতুন সিনেমায় ক্যাটরিনা কাইফ অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ

‘নমস্তে লন্ডন’, ‘সিং ইস কিং’ ও ‘ওয়েলকাম’ সিনেমার পর আবারও জুটি বেঁধে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রোহিত শেঠির পরবর্তী সিনেমা ‘সুরিয়াবানশি’তে একসঙ্গে দেখা যাবে তাদের।

গত ডিসেম্বরে রোহিত তার নতুন সিনেমার ঘোষণা দেন। তখন অক্ষয়কে নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন বলেও জানান তিনি।

তবে অক্ষয়ের বিপরীতে কে অভিনয় করবেন, তা এতদিন জানা যায়নি। যদিও গুঞ্জন ছিল, জ্যাকুলিন ফার্নান্দেজ অথবা ক্যাটরিনা কাইফ এতে অভিনয় করতে পারেন। তবে শেষ পর্যন্ত ‘থাগস অব হিন্দুস্তান’খ্যাত এই অভিনেত্রীকেই চূড়ান্ত করা হয়েছে।

সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, হ্যাঁ, ক্যাটরিনাকে সিনেমাটির জন্য চূড়ান্ত করা হয়েছে। ‘সুরিয়াবানশি’তে অক্ষয়ের বিপরীতে তাকে দেখা যাবে।

যদিও এখনো নির্মাতা অথবা ক্যাটরিনার কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এটি রোহিত শেঠির তৃতীয় পুলিশ সিনেমা। অক্ষয় এতে পুলিশের এটিএস অফিসারের চরিত্রে অভিনয় করবেন। ২০২০ সালের মে মাসে সিনেমাটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।