ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ফুটবল খেলোয়াড় রণবীর কাপুর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
ফুটবল খেলোয়াড় রণবীর কাপুর! মাঠে ফুটবল খেলছেন রণবীর কাপুর

২০১৮ সালে ‘সঞ্জু’ সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। বর্তমানে তিনি তার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন প্রেমিকা আলিয়া ভাট। সব মিলিয়ে দারুণ সময় কাটছে এই তারকা।

এদিকে রণবীর অভিনয় যেমন পারদর্শী তেমনি ফুটবল খেলেন দুর্দান্ত। নানা সময়ে মাঠে বল নিয়ে দৌড়াতে দেখা যায় তাকে।

রোববার (৩১ মার্চ) ভারতের মুম্বাইয়ের একটি মাঠে জার্সি গায়ে বন্ধুদের সঙ্গে আবারও ফুটবল খেলতে দেখা গেলো ‘তামাশা’খ্যাত এই অভিনেতাকে। তার সঙ্গে দেখা মিলেছে অভিনেতা ঈশান খাত্তারেরও।

ম্যাচ খেলার সময় মাঠের পাশে রণবীর ভক্তরা ভিড় করে। খেলা শেষে এই অভিনেতা তাদের সঙ্গে সেলফি তোলেন ও কুশল বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।