ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জন্মস্থানে ‘দাবাং থ্রি’র শুটিং শুরু করলেন সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
জন্মস্থানে ‘দাবাং থ্রি’র শুটিং শুরু করলেন সালমান খান 'দাবাং থ্রি'র শুটিংয়ের ছবি এবং সালমান খানের সঙ্গে সোনাক্ষি সিনহা

বছর অন্যতম আলোচিত সিনেমা সালমান খানের ‘দাবাং থ্রি’। সোমবার (১ এপ্রিল) থেকে মুম্বাইয়ে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সালমান নিজেই বিষয়টি জানিয়েছেন।

ভিডিওতে সালমান জানান ইন্দোর তার এবং আরবাজ খানের জন্মস্থান। আর সেখান থেকেই ‘দাবাং’র তৃতীয় কিস্তির শুটিং শুরু করেছেন তারা।

বলিউডের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির একটি ‘দাবাং’।   অভিনব ক্যাসবের পরিচালনায় ২০১০ সালে মুক্তি পেয়েছিল সালমান খান ও সোনাক্ষি সিনহা অভিনীত এর প্রথম কিস্তি। আরবাজ খানের পরিচালনায় দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০১২। নতুন পর্ব পরিচালনা করছেন প্রভুদেবা।

এবারও সালমানের নায়িকা হচ্ছেন সোনাক্ষি সিনহা। আরও অভিনয় করছেন ভারতের দক্ষিণের অভিনেতা সুদীপ সঞ্জীব। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছর ডিসেম্বরে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।