ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মঞ্চ থেকে প্রিয়াঙ্কাকে নিকের ভালোবাসা নিবেদন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
মঞ্চ থেকে প্রিয়াঙ্কাকে নিকের ভালোবাসা নিবেদন নিক-প্রিয়াঙ্কার ভিডিও'র একটি দৃশ্য

গিটার কাঁধে মঞ্চে গান গাইছেন মার্কিন পপ তারকা নিক জোনাস। তার দিকে তাকিয়ে হাজার হাজার চোখ। ঠিক এমন সময় গানের ফাঁকে দর্শক সাড়িতে থাকা স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের দিকে হাতের ইশারায় ভালোবাসা নিবেদন করলেন তিনি। প্রিয়াঙ্কাও উড়ন্ত চুমু দিয়ে উত্তর দিলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আটলান্টায় একটি কনসার্টে অংশ নেয় নিক জোনাসের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’। প্রথমবারের মতো তাদের কনসার্ট দেখে যান প্রিয়াঙ্কা।

সঙ্গে ছিলেন তার শ্বশুর কেভিন সিনিয়র ও শাশুড়ি ডেনিশ জোনাস। আর তখনই 'নিকিয়াঙ্কা'র ভালোবাসা বিনিময় দেখেন উপস্থিত দর্শক। আর সে সময়কার একটি ভিডিওটি শেয়ার করেছেন নিক, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নিক ও প্রিয়াঙ্কাকনসার্টের সময় মঞ্চের পেছনে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লেখেন, জোনাস ব্রাদার্সের কনসার্টে প্রথম উপস্থিত হলাম। অবিশ্বাস্য পরিবেশনা। তাদের নিয়ে আমি গর্ব করি।

এদিকে কয়েকদিন ধরে নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। তবে এই ঘটনার পর তাদের ডিভোর্সের গুঞ্জন নতুন মোড় নিলো।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।