ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দাম্পত্য জীবনের গল্প নিয়ে ইরফান-তিশার ‘অবশেষে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
দাম্পত্য জীবনের গল্প নিয়ে ইরফান-তিশার ‘অবশেষে’ সাজ্জাদ ও তিশা

সায়রের অমতে মিথিলার সঙ্গে তার বিয়ে হয়। আর তাই বিয়ের রাতেই মিথিলাকে তিনি জানিয়ে দেন, তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবেন না। তবে মিথিলা কাউকে কিছু বুঝতে না দিয়ে সংসারে অভিনয় করে যেতে থাকেন।

সায়র তার নিজের মতো করে থাকতে শুরু করেন। মিথিলা চুপচাপ সহ্য করে যেতে থাকেন, কাউকে কিছু বলতে পারে না।

এরপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। এমনই গল্পে রিফাত আদনান পাপনের রচনায় নাজমুল রনি নির্মাণ করেছেন খণ্ড নাটক ‘অবশেষে’।

এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত দুই মুখ ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। এছাড়াও নাটকটিতে দেখা যাবে কাজী উজ্জল, মম আলী সোহানী ইশরাত, পিয়াসাসহ কয়েকজনকে।

নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, নাটকটির গল্প একেবারেই ভিন্নরকম। আমার বিশ্বাস গল্পের কারণেই এটি দর্শকের বেশি ভালো লাগবে।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টায় এনটিভি’তে ‘অবশেষে’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।