ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রাব্বির তিন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
রাব্বির তিন গান কামরুজ্জামান রাব্বি

গেলো বছর ‘আমি তো ভালা না’ শিরোনামের গানের মাধ্যমে শিল্পীস্বীকৃতি পান সঙ্গীতশিল্পী কামরুজ্জামান রাব্বি। এরপর থেকে নিয়মিত গান প্রকাশ করে আসছেন এই গায়ক।

সম্প্রতি এক গীতিকবির তিন গানে কণ্ঠ দিলেন রাব্বি। গানগুলো হচ্ছে- ‘মনের মানুষ মেলে না’, ‘আদরী’ ও ‘দখিনা হাওয়া’।

এগুলোর কথা লিখেছেন এস এ বিপুল।

এর মধ্যে বৈশাখ উপলক্ষ্যে ‘মনের মানুষ মেলে না’ গানটি প্রকাশ পাচ্ছে মিউজিক হাট’র ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে গানটির ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। কথার পাশাপাশি গানটির সুর করেছেন এস এ বিপুল। সঙ্গীতায়োজনে রিয়েল আশিক।

এ প্রসঙ্গে বিপুল বলেন, ‘মনের মানুষ মেলে না’ প্রকাশের পরপরই বাকী দুটি গানের ভিডিওর কাজ শুরু করবো। সবগুলো গানই বেশ ভালো হয়েছে। রাব্বি গেয়েছেনও ভালো। গানগুলো নিয়ে আমি অনেক বেশি আশাবাদি।

এদিকে ‘দখিনা হাওয়া’ গানটি রাব্বির সঙ্গে গেয়েছেন কণ্ঠশিল্পী ঝর্না হক। এখন চলছে এর ভিডিওর কাজ।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।