ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

চঞ্চল-মীমের ওয়েব সিরিজে গাইলেন ন্যানসি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
চঞ্চল-মীমের ওয়েব সিরিজে গাইলেন ন্যানসি চঞ্চল-মীম-ন্যানসি

দুই পর্দার দর্শকপ্রিয় দুই মুখ চঞ্চল চৌধুরী ও বিদ্যা সিনহা মীম অভিনিত ‘নীল দরজা’ নামের ওয়েব সিরিজের একটি গানে কণ্ঠ দিলেন নাজমুন মুনিরা ন্যানসি।

গানের শিরোনাম ‘চেনা-অচেনা’। আসিফ ইকবারের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের অমিত ও ইষাণ।

 

এ গান প্রসঙ্গে ন্যানসি বলেন, চমৎকার কথার একটি গান। সুর-সঙ্গীতও দারুণ হয়েছে। গল্পের প্রয়োজনেই গানটি ওয়েব সিরিজে ব্যবহার করা হয়েছে। আর এখন অনলাইনের যুগ। বিশ্বের নামী-দামি তারকার সবাই এখন ওয়েব সিরিজে কাজ করছেন। গানের আবেদন সব জায়গায় ছড়িয়ে পড়ুক।

চঞ্চল চৌধুরী-বিদ্যা সিনহা মীম ছাড়াও ‘নীল দরজা’য় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শাহেদ আলী প্রমুখ।

শুক্রবার (৫ এপ্রিল) রাতে গানচিলের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেডের ব্যানানের নির্মিত ৬ পর্বের এই বায়োস্কোপ অরিজিনালস ওয়েব সিরিজটি পরিচালনা করছেন গোলাম সোহবার দোদুল। খুব শিগগিরি এটি বায়োস্কোপে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।