ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শান এবং ‘ঐ নীল দু’চোখ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
শান এবং ‘ঐ নীল দু’চোখ’ শান

সঙ্গীতশিল্পী শানের বেশ কয়েকটি গান এরইমধ্যে শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। নিজস্বতা বজায় রেখে ভালো কথা-সুরের গান করে আসছেন তিনি।

তারই ধারাবাহিকতায় এবার ‘ঐ নীল দু’চোখ’ শিরোনামের গান ভিডিও নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন এই গায়ক।

গানের কথা লিখেছেন তৌসিফ আহমেদ।

সুর-সঙ্গীতায়োজনে বব ভিভিয়ান। সঙ্গীত সহায়ক হিসেবে ছিলেন অমিত চ্যাটার্জী।  

শানের কণ্ঠের রোমান্টিক ঘরানার এই গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে আছেন মাহবুবুল আলম শান ও ফারহান অহি। আছে কন্ঠশিল্পী শানের উপস্থিতিও।

মাহবুবুল আলম শান ও ফারহান অহিগানটি প্রসঙ্গে শান বলেন, এটি পুরোপুরি রোমান্টিক গান। প্রেমিক হৃদয়ের আবেগ ছড়িয়ে দেওয়া গান। অনেক প্রেমিকই তার প্রেয়সীর চোখে হারিয়ে যাই। কেউ দেখতে পায় বিশাল আকাশ, কেউ বা উত্তাল সমুদ্র। চমৎকার একটি লিরিক। শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আর ভিডিওটাও অন্যরকম হয়েছে, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।

সোমবার( ৮ এপ্রিল)  ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘ঐ নীল দু’চোখ’ গানের ভিডিও। এছাড়া গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

শান ‘কন্যারে’ গানের মাধ্যমে শ্রোতামহলে পরিচিতি পান। এরপর তার কণ্ঠের ‘সখী’ গানটি শ্রোতাদের নজর কাড়ে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।