ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ভক্তের হুমকি বরুণের প্রেমিকাকে হত্যার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
ভক্তের হুমকি বরুণের প্রেমিকাকে হত্যার বরুণ-নাতাশা

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বরুণ ধাওয়ান অভিনীত ‘কলঙ্ক’ সিনেমাটি। বর্তমানে এর প্রচারণায় ব্যস্ত আছেন তিনি।

এর মধ্যে ঘটলো অপ্রত্যাশিত বিপত্তি। হ্যাঁ সম্প্রতি বরুণের মুম্বাইয়ের সান্তা ক্রুজ এলাকার বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান এক অন্ধ ভক্ত।

কিন্তু ঘন্টার পর ঘণ্টা বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেও প্রিয় নায়কের সঙ্গে দেখা করার সুযোগ পায়নি এই ভক্ত।

শেষে বাড়ির নিরাপত্তাকর্মীরা বরুণের এই ভক্তকে জানিয়ে দেন- বরুণ এখন দেখা করতে পারবেন না। এরপরেই ক্ষ্যাপে যান এই বরুণভক্ত।

এরপর বাড়ির সামনে চিৎকার করে বলতে থাকেন, আমি বরুণের প্রেমিকা নাতাশাকে খুন করবো। বলতে থাকেন আরও অনেক আপত্তিকর কথা।

জানা গেছে, বরুণ কখনো তার অনুরাগীদের নিরাশ করেন না। তাদের যথা সম্ভব সময় দেন। সেলফিও তোলেন।

কিন্তু এখন তিনি মুক্তির মিছিলে থাকা ‘কলঙ্ক’র প্রচারণায় ব্যস্ত আছেন। বাড়ি ফিরেই ক্লান্ত হয়ে পড়েন। যে কারণেই হুমকি দেওয়া এই ভক্তের সঙ্গে দেখা করতে আপত্তি জানান বরুণ।

অবশ্য প্রথমে এই ভক্ত নিজেকে শেষ করে ফেলবেন বলে চিৎকার করতে থাকেন। এরপর হুমকি দেন বরুণের প্রেমিকা নাতাশাকে হত্যার।

বিষয়টি জানার পর ভয় পেয়ে যান বরুণ। পরে বরুণের বিবৃতি নিয়ে মেয়েটির বিরুদ্ধে মামলা করা হয়।

জানা গেছে, এ বছরেই বিয়ে করবেন বরুণ ও নাতাশা। এরইমধ্যে নাতাশা নাকি বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন। যদিও চলতি বছর বিয়ের বিষয়ে আপত্তি জানিয়েছেন বরুণ।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।