ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বৈশাখের ‘দোতারা’য় এক হলেন তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
বৈশাখের ‘দোতারা’য় এক হলেন তারা পূজা-সিয়াম-ঐশী

এবারের বৈশাখে দর্শক-শ্রোতাদের ‘দোতরা’ উপহার দিচ্ছেন পূজা-সিয়াম ও ঐশী।

হ্যাঁ, পূজার কণ্ঠের ‘দোতরা’ শিরোনামে গান আসছে বাংলা নববর্ষের আনন্দে। এতে মডেল হয়েছেন সিয়াম আহমেদ ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।

আর এই গান ভিডিওর মাধ্যমে ঐশী প্রথমবারের মতো ক্যামেরার সামনে অভিনয় করলেন।

সিয়াম-ঐশীউৎসব আয়োজনের রঙ মিশিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন তামিম রহমান অংশু। শ্রাবন সাব্বিরের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন বিবেক মজুমদার।  

এ গান ভিডিও প্রসঙ্গে পূজা বলেন, খুব ভালো লাগছে, বৈশাখে দর্শক-শ্রোতাদের গান ভিডিওটি উপহার দিতে যাচ্ছি ভেবে। ভিন্নধর্মী কথা ও সুরের একটি গান ‘দোতারা’। সচরাচর এই ধরনের গান গাওয়া হয় না। দারুণ একটি গল্পে এর ভিডিও নির্মিত হয়েছে । খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।

বাঙালীর অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১১ এপ্রিল) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গান ভিডিওটি। এছাড়ও গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।